হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
326

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে হবিগঞ্জে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে টাউনহলের সামনে জেলা শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করে। এসময় শিক্ষার্থীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবীতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে পড়েন।শহরের পোদ্দারবাড়ী, ধুলিয়াখাল, শায়েস্তানগরসহ শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।এর আগে শিক্ষার্থীরা গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষা করছেন। যেসব গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে, সেগুলো ছেড়ে দিচ্ছেন। বাকিগুলো আটকে দেয়া হচ্ছে।মানববন্ধনে বিদ্যালয়গুলোর মধ্যে ছিল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে এন্ড হাইস্কুলসহ আরো বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীর।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীর মৃত্যু হয়েছে। আমরা আমাদের ভাই হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছি। আমরা কারো উসকানিতে আন্দোলন করছি না।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here