হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ভুল রিপোর্টে তিন হাসপাতালকে জরিমানা

0
235

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে তিনটি বেসরকারি হাসপাতালে ভুল রিপোর্টসহ বিভিন্ন অভিযোগের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা, জান্নাত আরা নিপা ও তাসলিমা সীমা মুক্তার যৌথ আদালতে এ জরিমানা আদায় করেন।এর আগে ভ্রাম্যমান আদালতের তিন বিচারক শহরের কোর্ট স্টেশন এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় দি জাপান বাংলাদেশ হাসপিটাল-এ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার, দি নিউলাইফ হাসাপতালকে ১০ হাজার ও হবিগঞ্জ প্রাইভেট হসপিটাল লিমিটেড এ অগ্রিম রিপোর্ট তৈরিসহ ভুল রিপোর্টের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানা একদল পুলিশ।আদালতের পেশকার সালাহ উদ্দিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুল রিপোর্টগুলো জব্দ করা হয়েছে।সূত্র জানায়, হবিগঞ্জে ৫২টিরও বেশি বেসরকারি ক্লিনিক রয়েছে। এর অধিকাংশই মূল্য তালিকা টানানো নেই। নেই কোন বৈধ কাগজপত্র। হাইকোর্টের নির্দেশনা মতে প্রতিটি ক্লিনিকে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা হয়। কিন্তু এ আদেশ উপেক্ষা করে লাইসেন্সবিহীন হাসপাতালগুলো ইচ্ছেমত তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here