হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
366

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুতের মেইন তারে জড়িয়ে মিলন মিয়া (২৫) নামে বিল্ডিংয়ের এক ঢালাই শ্রমিক নিহত হয়েছে।নিহত মিলন হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের শিয়ালদারিয়া গ্রামের রেনু মিয়ার পুত্র।বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।মিলনের সহযোগি শ্রমিক কদর চান এবং ঢালাই কাজের ঠিকাদার শাহ আলম, সিজিল মিয়া, জুম্মত আলী, সাহেব আলী জানান, শহরের ইনাতাবাদ এলাকায় হারুনুর রশিদের একটি ভবনের ছাদ ঢালাই কাজে করছিল মিলন সহ অন্যান্য শ্রমিকরা আসে। ঢালাই শেষে রাত ১২ টার দিকে ভবন থেকে ফেরার সময় ভবন ঘেষে যাওয়া সরকারী বিদ্যুতের তারে মিলন অসাবধানতাবশত জড়িয়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিলনকে মৃত ঘোষণা করেন।ডাঃ হায়দার আলী খন্দকার জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
লাখাইয়ে ৫ সন্তানের জননীর আত্মহত্যা
মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ইদুর নিধনের ঔষুধ (বুলেট) খেয়ে আত্মহত্যা করেছেন রাহেলা বেগম (৫০) নামের ৫ সন্তানের জননী এক নারী।বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত রাহেলা বেগম গ্রামের নাসির মিয়ার স্ত্রী।নিহত রাহেলা বেগম স্বজনরা বিষাক্রান্ত অবস্থায় প্রথমে লাখাই স্বাাস্থ্য কমপ্লেক্সে চিকিংসা করানোর জন্য নিয়ে নিহত রাহেলা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই রাহেলা বেগম সাথে তার স্বামীর প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার ইফতারের সময় তাদের ঝগড়া হয়।
পরে রাত দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইদুর নিধনের ওষুধ (বুলেট) সেবন করে ছটফট করতে থাকেন তিনি।
নিহতের সন্তানরা দেখতে পেয়ে সন্তানেরা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিংসক ডা: হায়দার আলী খন্দকার রুহেনা আক্তারকে মৃত ঘোষণা করেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, পুলিশ মৃরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here