হবিগঞ্জে বানিয়াচং দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

0
415

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি সমিতির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আল আমিন (২০), আদম আলী (৭০), আলদো (৪০), রমচান বিবি (৫০), আব্দুল মোতালিব (৫০), শেখ শামছুল হক (৭০), কাজল মিয়া (৭০), বাবুল মিয়া (৩২), আব্দুর রব (৩৫), সাইদুর (২০), আদাস আলী (৭০), সালাম (৬০), মারফুজ (৩০) ও জজ মিয়াকে (৫০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুল হাকিম ফুল মিয়া ও একই গ্রামের আব্দাল রাজার মধ্যে দীর্ঘদিন ধরে একটি সমিতির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও সুরাহা হয়নি। এর জের ধরে বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।বানিয়াচং থানাধীন সুজাতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here