হবিগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালন

0
254

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে অর্ধশতাধিক সংগঠন।রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা শহরের টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে একে একে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবু জাকের মোহাম্মদ সিকান্দার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপ প্রচার সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।এর আগে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলমগীর হোসাইন সাইফী। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।পুষ্পস্তবক অর্পণের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে মেধা, মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা বিকাশে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ প্রয়োজন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here