স্বাধীনতা যুদ্ধে পুরুষের পাশাপাশি এ দেশের নারীদের ব্যাপক অবদান ছিল

0
303

খবর৭১:মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে পুরুষের পাশাপাশি এ দেশের নারীদের ব্যাপক অবদান ছিল।

শুক্রবার সন্ধ্যায় সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে কন্যা উৎসবের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে একটি গোষ্ঠী নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। ধর্মের দোহাই দিয়ে আজ আর নারীদের পিছিয়ে রাখা যাবে না।

শিল্পমন্ত্রী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রাখতে হবে। ঝালকাঠির কন্যা    উৎসব সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মধ্য দিয়ে নারী সমাজ সামনের দিকে এগিয়ে যাবে।

কন্যা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ঝালকাঠি জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির কৃতী কন্যা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূরজাহান সরকার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা।

কন্যা উৎসবের স্বপ্নদ্রষ্টারা হচ্ছেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য শারমিন মৌসুমী কেকা, পৌর কাউন্সিলর নাছিমা কামাল, সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, শিক্ষক শিমুল সুলতানা হেপী ও জাফরিন ফারজানা শিমুল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here