স্কুল শিক্ষার্থীদের নিয়ে জবি শিক্ষার্থীরা রাস্তায়, অবরোধ

0
262

খবর৭১ঃ রাজধানীর নর্দ্দা এলাকার প্রগতি সরণিতে সু-প্রভাত বেপোরয়া বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আজও বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা।

তাদের সাথে একাত্বতা প্রকাশ করে রায়সাহেব বাজার মোড় অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের। তাদের সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যায়ের আশাপাশের স্কুলের শিক্ষার্থীরাও।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাস্তা অবরোধ করে জবি শিক্ষার্থীরা।

রাস্তা অবরোধের আগে জবি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে। পরে জবি ক্যাম্পাসে মিছিল করে এসে পুলিশের বাধা অপেক্ষা করে রায়সাহেব বাজারে অবস্থান নেয়। এতে করে পুরান ঢাকার সকল গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন র‌য়ে‌ছে।

পরে বিশ্ববিদ্যায়ের আশাপাশের স্কুলের শিক্ষার্থীরা এতে তাদের সাথে যোগ দেয়। নিরাপদ সড়কের দাবিতে তারা নানা স্লোগান দিচ্ছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here