সৌদি এয়ারলাইন্সের ১৫১ যাত্রীকে বাঁচালেন তুর্কি পাইলট

0
377

খবর ৭১ঃনিজের বিচক্ষণতা দিয়ে বিমানে থাকা সৌদি এয়ারলাইন্সের ১৪১ যাত্রী ও ১০ ক্রুর জীবন বাঁচালেন তুর্কি পাইলট। সোমবার সৌদির জেদ্দায় ক্র্যাশ-অবতরণ প্রক্রিয়া অনুসরণ করে তিনি যাত্রীদের জীবন বাঁচিয়েছেন।

ঢাকার পথে ছেড়ে আসতেছিল এ৩৩০-২০০ বিমানটি । বিমানের পাইলটের বরাত দিয়ে ডেইলি সাবাহ এসব তথ্য জানায়।

তিন ঘণ্টা ধরে জেদ্দার আকশে ঘুরে পাইলট রানওয়েতে সফলভাবে বিমানটি অবতরণ করেন। এ সময় বিমানের যাত্রী ও ক্রুরা নিরাপদে নামেন।

বিমানের এক প্রতিবেদনে কোনো আহতের কথা উল্লেখ করা হয়নি তবে বিমানের গুরুতর ক্ষতির কথা বলা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বিমানটিতে থাকা ১৫১ জন লোকের জীবন বাঁচাতে ফ্লাইট অপারেশন ডিরেক্টরকে সমন্বয় করে ক্র্যাশ-অবতরণ প্রক্রিয়া অনুসরণ করে পাইলট সফলভাবে বিমানটি অবতরণ করে।

বাইরের বিষয়গুলোর কারণে দুর্ঘটনা ঘটে কিনা তা নিয়ে ওনার এয়ার ও সৌদি আরবের কর্মকর্তারা তদন্ত করছেন।

তবে সোশ্যাল মিডয়াতে পোস্ট করা ছবিতে জরুরি অবতরণ করা বিমানের সামনের অংশে আগুনের কুণ্ড দেখা গেছে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here