সৌদি আরব সফরে লেবাননের প্রধানমন্ত্রী হারিরি

0
484

খবর ৭১ঃ আবারো সৌদি আরব সফরে এসেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। বুধবার তাকে রিয়াদে অবস্থিত আল ইয়ামামাহ প্যালেসে স্বাগত জানান পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশা সালমান।  বাদশা সালমানের আমন্ত্রণে এবার সৌদি আরবে পা রাখলেন সাদ আল হারিরি। আগেরবার সৌদি আরব সফরে এসে, সৌদি আরবে অবস্থান করে তিনি লেবাননের প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেন। টেলিভিশন ভাষণের মাধ্যমে তিনি ওই পদত্যাগের কথা জানিয়ে দেন। ওই সময় তা নিয়ে তিক্ত বিতর্কের সৃষ্টি হয়। বলা হয়, সৌদি আরবের চাপের মুখে পদত্যাগ করেছেন সাদ আল হারিরি। এরপর অনেক পানি ঘোলা হয়। পরে দেশে ফেরেন হারিরি। তিনি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। তারপর এবার আবার সেই সৌদি আরব সফরে এসেছেন তিনি। এ সময় লেবাননের সর্বশেষ পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনায় উঠে আসবে। অনলাইন সৌদি গেজেট বলেছে, বিমানবন্দরে সাদ হারিরিকে গ্রহণ করেন সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা নিজার আল আলোলা, উপদেষ্টা ওয়ালিদ আবদুল্লাহ বুখারি ও সৌদি আরবে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত ফাওজি কাবারা।  সাদ আল হারিরির অফিস থেকে বলা হয়েছে, লেবাননে নিযুক্ত সৌদি আরবের দূত নিজার আল আলুলা বাদশা সালমানের আমন্ত্রণ পৌঁছে দিয়েছিলেন হারিরির কাছে। সোমবার বৈরুতে হারির সঙ্গে তার সাক্ষাত হয়। ওই আমন্ত্রণে এই সফর হারিরির।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here