সৌদি আরবে প্রথমবারের মতো রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

0
449

খবর৭১:মার্কিন সেনাবাহিনীর সাবেক জেনারেল জন আবিজায়েদকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে প্রথমবারের মতো রাষ্ট্রদূত মনোনয়নের সুযোগ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে ওবামা প্রশাসনের নিয়োগ করা রাষ্ট্রদূতই এতদিন সৌদি আরবে নিযুক্ত ছিলেন।
নতুন রাষ্টদূত চূড়ান্ত নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে। গত বছরের জানুয়ারি থেকে সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে।

নতুন রাষ্ট্রদূত জন আবিজায়েদ সাবেক চার তারকার জেনারেল। তিনি লেবানিজ বংশোদ্ভূত এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ছিলেন। এই কমান্ডের মধ্যে মধ্যপ্রাচ্য আছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়েও বিশেষজ্ঞ।

আবিজায়েদ মার্কিন মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।

এরপর তিনি জর্ডানে আরবি বিষয়ে পড়ালেখা করেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মধ্যপ্রাচ্য বিষয়ে মাস্টার্স করেন।
৬৭ বছর বয়সী জন আবিজায়েদকে এমন সময় মনোনয়ন দেওয়া হলো যখন সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্ব চলছে বিভিন্ন দেশের। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here