সোনারগাঁওয়ে রেলওয়ের জায়গার লিজ বাতিল

0
291

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তালতলা এলাকায় রেলওয়ের জমি কৃষি লিজ এনে শর্ত না মানায় ও জমি দখলে না থাকায় আলী হোসেন নামে এক ব্যক্তির লিজ বাতিল করেছে রেলওয়ে। গতকাল বুধবার রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে তার এই লিজ বাতিল করা হয়েছে।। নোটিশে উল্লেখ্য করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ পত্রমূলে নয়াপুর স্টেশন তালতলা এলাকার ব্রাক্ষণবাঘা মৌজায়, সিএস দাগ নং-৩৭৯ এর অংশে ছয় একর ভূমি আপনার অনুকূলে কৃষি কাজে লাইসেন্স প্রদান করা হয়েছিল। ফিল্ড কানুনগোর প্রতিবেদন মতে ও সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তার মতামতের ভিত্তিতে উক্ত ভূমি আপনার দখলে না থাকায় সূত্রস্থ পত্রের মাধ্যমে প্রদানকৃত ছয় একর ভূমির কৃষি লাইসেন্স এতদ্বারা রদরহিত, বাতিল ও অকার্যকর ঘোষণা করা হলো এবং উক্ত ভূমিতে অবৈধভাবে অনুপ্রবেশ হতে বিরত/নিবৃত থাকার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আলী হোসেনের দখলে জমি না থাকায় ও লিজের শর্ত না মানায় তার লিজ বাতিল করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here