সোনারগাঁওয়ে পৌর কাউন্সিলরসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি, গ্রেফতার ১০

0
368

জহিরুল ইসলাম মৃধা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এ তল্লাশি চালায়। এসময় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা নাসিম পাশাসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা নাসিম পাশা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠুর বাবা সোনারগাঁও পৌরসভা বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ, ছোট ভাই সোনারগাঁও থানা ছাত্রদল নেতা ওমর ফারুক টিটু, সোনারগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর-এ ইয়াসিন নোবেলের বড় ভাই সোহেল, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক সরকার, সোনারগাঁও পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন, ছাত্রদল নেতা মামুন, যুবদল নেতা মহসিন ও আনিসুর রহমান।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো: জব্বার জানান, নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here