সোনারগাঁওয়ে জেএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের নিয়ে মত বিনিময়

0
322

জহিরুল ইসলাম মৃধা, সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ আগামী ১ নভেম্বর থেকে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মোগরাপাড়া এইচ জিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তন মাঠে কক্ষ পরিদর্শকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মোগরাপাড়া এইচ জিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজর কাজল চন্দ্র পাল সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, কেন্দ্র সচিব ছাড়া কোনো পরিদর্শক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা এমনকি কেন্দ্র সচিবও শুধু নন র্স্মাট ফোন ব্যবহার করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকরা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অসুদপায় অবলম্বন করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here