সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ

0
361

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার সহকারি কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে এক অভিযান চালিয়ে বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর চান্দিনা ব্রীজ এলাকা থেকে বালু উত্তোলনের ওই সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন, দেড় শত ফুট প্লাষ্টিকের পাইপ ও দুইটি ড্রাম।
জানা গেছে, উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ওপর দিয়ে খড়খড়িয়া নদী প্রবাহিত হয়েছে। আর খড়খড়িয়া নদীর বিভিন্ন এলাকা থেকে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন রমরমা ব্যবসা করে আসছে। খড়খড়িয়া নদীর চান্দিনা ব্রীজের কাজে জনৈক মঈনুলের বালু উত্তোলন কাজে ব্যবহৃত মালামাল ভাড়া দিয়ে বালু উত্তোলন করছিলেন শরৎপাড়া এলাকার বিপুল চন্দ্র। গত বুধবার সকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বিশ্বস্ত সূত্রে এমন খবর পান সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। তিনি সৈয়দপুর থানা পুলিশ সদস্যের একটি দলকে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে হাতেনাতে ধরতে সেখানে এক অভিযান পরিচালনা করেন। কিন্তু অভিযানে খবর আগেভাগে পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী বিপুল চন্দ্রসহ অন্যান্যরা। পরে সেখান থেকে বালু ব্যবসায়ীদের বালু উত্তোলন কাজে ব্যবহৃত উল্লিখিত মালামালগুলো জব্দ করা হয়। এরপর সে সব মালামাল সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে রাখা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এতে সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা সহযোগিতা দেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here