সৈয়দপুরে কেন্দ্রীয় পূজামন্ডপে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস্ পরীক্ষা

0
339

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন পরিষদ শহরের কেন্দ্রীয় পূজামন্ডপ চত্বরে ওই আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া।
এতে সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু সভাপতিত্ব্ করেন ।
এ সময় সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী সুমিত কুমার আগরওয়ালা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়,সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক অমৃতা আগরওয়ালা। আর ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস্ পরীক্ষায় সার্বিক সহয়োগিতা করেন সৈয়দপুর শহরের ব্লাড ডোনেট ফাউন্ডেশন।
ওই দিন প্রায় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া ছাড়াও দুই শতাধিক মানুষের ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here