সুন্দরগঞ্জ পৌর কাঁচা বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

0
438

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর কাঁচা বাজারের ২ একর ৩৮ শতক জায়গা উম্মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বাজারের খুচরা ও পাইকারী ব্যবসায়ী মহল।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী মহল সুন্দরগঞ্জ পৌর কাঁচাবাজারের জায়গা লীজ না দিয়ে উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বিক্ষোভ শেষে সমাবেশ করেন। ২ ঘন্টা কাঁচাবাজার বন্ধ রেখে উল্লেখিত কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ইফতেখার হোসেন পপেল, ব্যবসায়ী লাল মিয়া, মাইদুল ইসলাম ইজারাদার দুলু মিয়া, শহিদুল ইসলাম, দীলিপ চন্দ্র প্রমুখ। সমাবেশে একাত্মতা জানিয়ে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী খয়বর হোসেন মওলা। সমাবেশ থেকে ব্যবসায়ীরা জানান, দাবি পূরণ না হলে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here