সুন্দরগঞ্জ ট্রাজেডির ৫ম বর্ষে ৪ পুলিশ স্মরণে সভা

0
460

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ট্রাজেডির ৫ বছর পূর্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪ পুলিশ স্মরণে সভানুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪টায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে উক্ত তদন্ত কেন্দ্রের ইনচার্জ- তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ)- আব্দুল্যাহ্ আল- ফারুক। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ (বি-সার্কেল)- মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, সহকারী পুলিশ সুপার কেএন রায় নিহতি, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, নিরস্ত্র পুলিশ পরিদর্শক- ওমর ফারুক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান- নজমুল হুদা, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি- সমস উদ্দিনসহ আরো অনেকেই।
গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কর্তুক দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক নারকীয় তান্ডব চালালে ৪ পুলিশ সদস্য নিহত হন। থানা, বানডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রসহ উপজেলার অধিকাংশ স্থানে জামায়াত-শিবির-কর্মীরাদের নাশকতা তা-বেরে চলতে থাকে। এতে ১ জিআরপি সদস্যসহ ৪ পুলিশ সদস্য নিহত হন। তারা হলেন- জেলার সাঘাটা উপজেলার খামার ধনরুহা গ্রামের গ্রামের নাজিম উদ্দিন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া। জাম্য়াত-শিবির- নেতাকর্মীরা সেদিন তান্ডব চলিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, রেলওয়ে স্টেশন, ইউএনও’র বাসভবনসহ সরকারী, বে-সরকারী বিভিন্ন স্থাপনায়। তাদের হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরের কবলে পড়ে সাধরণ মানুষ-জন, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পক্ষের মানুষ-জনসহ তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান, আবাসস্থল, রাস্তা-ঘাট, হাছপালার ব্যপক ক্ষতি সাধন করে তারা। এঘটনায় সুন্দরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে সাবেক জোট সরকার (জামায়াত)’র এমপি ও যুদ্ধ অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাওলানা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজকে প্রধান আসামীকরে ৮৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা আরো ২ হাজার ৫শ’ জনের বিরিদ্ধে মামলা দায়ের করেন। এরপর ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রধান আসামী আজিজসহ ২শ’ ৩৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। এব্যাপরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, আগামী ৪ মার্চ এ মামলার চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। চার্জ গঠন হলে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ ও বিচার কার্য শুরু হবে। উল্লেখ্য, ঐ দিনের নাশকতা তা-বের অভিযোগে আরও কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।

খবর ৭১/  ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here