সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

0
348

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উপজেলার ৭৩ জন স্বাস্থ্যসহকারী কর্মবিরতি পূর্বক অবস্থান কর্মসূচী পালন করেন। এসময় এক প্রশ্নের জবাবে উপজেলা শাখা হেল্থ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি- রিপন মিঞা, সাধারণ সম্পাদক- জুলফিকার আলী সরদার ও সাংগঠনিক সম্পাদক- কাজিউল ইসলাম বলেন- ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য-সহকারীদের একটি মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই, এ দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালীণ কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচী পালন করা হচ্ছে। এসব দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। দফাগুলো হলো- বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীতকরণ, মুল বেতনের ৩০ শতাংশ মাঠ ও ঝুঁকি ভাতা, প্রত্যেক ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পোষ্যকোটা বাস্তবায়ন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here