সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার

0
258

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা কেবারতিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র লিটন মিয়া হত্যা মামলায় ক্রোকী ও গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী রফিকুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, বুধবার ভোরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক এনায়েত কবির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী আর্দশ আদর্শ বাজার থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রফিকুল চন্ডিপুর ইউনিয়নের সীচা (কুটির ভিটা) গ্রামের মৃত ফজলু হকের পুত্র। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ মে দুপুর ২টার দিকে একই গ্রামের লিটন মিয়া রফিকুলের বাড়ির পাশ দিয়ে মাদ্রাসা যাবার সময় তাকে হত্যা করে লাশ বাঁশ ঝাড়ের ভিতর ফেলে রাখে। এ ঘটনায় লিটনের মা জরিনা বেগম ৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা- পুলিশ পরিদর্শক এনায়েত কবির ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জসীট প্রদান করেন। অন্যান্য আসামীরা হলেন একই গ্রামের বুলু মিয়ার পুত্র আমিন হোসেন (২০), জাহিদুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (২২), মৃত আবেদ আলীর কন্যা জবেদা বেগম (৩৫) ও আনিছা বেগম (২৫)।
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here