সুন্দরগঞ্জে বরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

0
327

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিয়ের অভিযোগে বরসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-রূপালী রাণী বাদী হয়ে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব-বেলকা গ্রামের ঐ বর আশাদুর রহমান, তার পিতা গোলজার রহমান ও কনের পিতা তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের হারুন মিয়া। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- রূপালী রাণী জানান, বাল্য বিয়ের প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক- ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া বলেন, সুন্দরগঞ্জকে আরো সুন্দর রাখতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে, সম্পূর্ণরূপে বাল্য বিয়ে মুক্ত করা। এ সামাজিক অভিশাপ থেকে সুন্দরগঞ্জকে মুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here