সুন্দরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুণর্বাসন প্রকল্প’র উদ্বোধন

0
344

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরী পুনর্বাসন ও ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের শুভ-উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ‘আরডিআরএস-বাংলাদেশ’র আয়োজনে উপজেলার হরিপুর ইউনিয়নের চর-মাদারী পাড়াস্থ সুফলভোগী হাসনা বেগমের বসতবাড়িতে কার্যক্রমের শুভ-উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি- এসএম গোলাম কিবরিয়া। ইউপি চেয়ারম্যান-অ্যাড. নাফিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি- মরিয়ম বেগম, ইউপি সদস্য- আঃ কুদ্দুস, পিসি- ডিসিএ সিদ্দিকুর রহমান, আরডিআরএস- বাংলাদেশ (গাইবান্ধা)’র পিএম- পোরসিয়া রহমান, টিসি-এফএসএল আব্দুর রশীদ, সিভিল ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, পিও- ইমরুল হাসান প্রমূখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কারো কোন অভিযোগ থাকলে, সে বিষয়ে যে সব মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়। সেগুলো হলো- ০১৭৫৩-৮৫৫২৩৬, ০১৭৩৮-২০৪৯৫০(সংশ্লিষ্ট), ০১৭৬২-৬৯৫০৭৫ (ইউএনও-সুন্দরগঞ্জ) ও ০১৭৩৮-৪২৯৪১৮ (সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব)। এরআগে ১৫ জানুয়ারী গাইবান্ধা সদরের কামাড়জানী ইউনিয়নে মাঠ কার্যক্রমের শুভ-উদ্বোধন করেন- জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা- একেএম ইদ্রিশ আলী। উল্লেখ্য, নদ-নদী বেষ্টিত গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে কামাড়জানী, মোল্লার চর, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ৮’শ ২৫ টি করে মোট ৩ হাজার ৩’শ টি পরিবারকে অন্তর্ভূক্ত করা হয়েছে।ইউকেএইড’র অর্থায়নে ইউএনওপিএস’র মাধ্যমে ভ্যানচার্চ এইড’র সহযোগীতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘আরডিআরএস বাংলাদেশ’। ২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ অতি দরিদ্র, নারী প্রধান, পরিবার প্রতিবন্ধী, পিছিয়ে পড়া ও অন্য কোন সংস্থার সহায়তা বি ত এমন পরিবারে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, ইউনিয়ন ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সহায়তায় প্রকল্পের প্রদেয় সব ধরণের সহায়তা ডাচবাংলা ব্যাংকে মোবাইল ব্যাংকিং’র মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের প্রদানের সিদ্ধান্ত রয়েছে। প্রকল্পের মেয়াদ ৯ অক্টোবর ২০১৭ থেকে ৮ এপ্রিল ২০১৮ সাল পর্যন্ত যেসব সহায়তা প্রদানের কথা রয়েছে। তা হলো কৃষি উপকরণ, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, নলকূপ মেরামত ও প্লাটফর্ম উচুকরণ, কাজের বিনিময়ে অর্থ প্রদান, সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও জীবিকায়ন পরিকল্পনার বিপরীতে অর্থ প্রদান। এসব ইউনিয়নে ৩টি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন পূর্বক উপকারভোগী পরিবার প্রধানদের নাম অন্তর্ভূক্তকরণ হয়েছে স্বচ্ছতার ভিত্তিতে। প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়ন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন স্ব-স্ব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যগণ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here