সুন্দরগঞ্জে নির্বাচনী সহিংসতা রোধে মিছিল-মিটিং বন্ধ

0
250

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূণ্য আসনের দ্বিতীয় দফা উপ-নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে ৭২ ঘন্টা পর্যন্ত যে কোন ধরণের মিছিল-মিটিং না করার নির্দেশ দিয়েছেন প্রশাসন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এ নির্বাচনী ফলাফল ঘোষণাকালে উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের সঙ্গে আ’লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও প্রশাসনের ত্রি-মূখী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উপজেলা জাতীয় পার্টি অফিস নব নির্বাচিত এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ৩টি গাড়ি ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদারের ছোট ভাইয়ের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনে ব্যাপক ভাংচুর চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় জাতীয় পার্টির অঙ্গ-সংগঠনের ৪ জন আ’লীগের অঙ্গ সংগঠনের দু’জন আহত হয়েছেন বলে পৃথক পৃথকভাবে দাবী করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার ও আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রমাণিক। নির্বাচনের ফলাফল ঘোষণাকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে রাস্তায় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর নির্বাচনী যে কোন ধরণের সহিংসতা রোধে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত কোন প্রকার মিছিল, মিটিং না করার নির্দেশ জারী করেন প্রশাসন। এসময় ঘটনাসহ নির্বাচনী ফলাফল সংক্রান্ত বিষয়ে মতামত চেয়ে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও নব নির্বাচিত এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী আফরুজা বারীকে পাওয়া যায়নি। তবে উপজেলা আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল প্রামাণিক জানান, জামায়াত-শিবিরের লোকজন নৌকা প্রতীকে ভোট না দিয়ে তারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়েছে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here