সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

0
279

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গণউন্নয়ণ কেন্দ্র (জিইউকে) ও সিডিডি’র বাস্তবায়নে সিবিএমএ’র আর্থিক সহায়তায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্ট্রেদেনিং কমিউনিটি রেজিলিয়েসন্স থ্র ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজিস্টার রিক্স ম্যানেজমেন্ট (এসসিআরডিআইডিআরএম) আরবান এন্ড রুর‌্যাল এরিয়াস ইন বাংলাদেশ প্রকল্ডের অধীনে বাস্তবায়িত কর্মসূচির মধ্যে ছিল হরিপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাকংন প্রতিযোগিতা, ছড়াবৃত্তি, পুরস্কার বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন-হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি, প্রধান শিক্ষক বিলকিছ বেগম, আশরাফুল ইসলাম, চাঁন মিয়া, সফিকুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। এছাড়া জিইউকে’র প্রতিনিধি রবিউল হাসান, মিতা আলম, অরবিন্দু বর্মন, ডবিøউ এমসি’র সদস্যগণ, এপিইএক্স’র বডির সভাপতি বাদশা মিয়া। বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সুন্দরগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও জিইউকে’র প্রতিনিধি রিয়াদ হাসান মন্ডল। এছাড়া শ্রীপুর ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here