সুনামগঞ্জে ছাত্রলীগের সম্মেলন হলেও কমিটি গঠন হয় নি,দিনভর উত্তেজনা

0
233

জাহাঙ্গীর আলম ভুঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে শুক্রবার সকাল ১১টা থেকে শুরু করে দিনভর টানা উত্তেজনার মধ্য দিয়ে জেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। কিন্তু গঠিত হয় নি জেলা ছাত্রলীগের কমিটি। সম্মেলন কে কেন্দ্র করে যে কোন বিশৃংখলা এড়াতে সকাল থেকেই শহরের প্রধান প্রধান সড়কের ছিল পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টিনি। জেলার র্দীঘ দুই যুগ পর এই সম্মেলন পর আয়োজন করা হয়। এতে করে সবাই অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল গত ৩ডিসেম্ভর আরিফ উল হক কে আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা দেয়া হয় সেই কমিটির পূনাংঙ্গ রুপ দেওয়া হবে। কিন্তু এই কমিটিই সম্মেলন শুরু করার পর বেলা ১টার দিকে জেলার শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বিলুপ্ত ঘোষনা করেন। সারাদিন সম্মেলন শেষ হলেও নতুন কমিটি ঘোষনা না দিয়েই সন্ধ্যার পূবেই সুনামগঞ্জ ত্যাগ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন। এর পূর্বে সকাল ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা অবমুক্ত করে সম্মেলনের সূচনা করা হয়। সম্মেলন স্থলের মঞ্চে উঠা নিয়ে প্রথমেই শুরু হয় তুমুল হট্রগোল। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন ও জেলা নেতৃবৃন্ধের হস্থ ক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রন হয়। পরে সম্মেলনে জেলার বিলুপ্ত কমিটির আহবায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরনের পরিচলনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আ,লীগের কেন্দ্রীয় কমিটির সাংঘঠনিক সম্পাদক এডঃ মিছবাহ উদ্দিন সিরাজ,জেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি,সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,জেলা আ,লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন,নব নির্বাচিত পৌর মেয়র নাদের বখত,কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন,সাংগঠানিক সম্পাদক দারুস সালাম শাকিল প্রমুখ। এসময় জেলা উপজেলার নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। দুপুরে বিরতিরপর সার্কিট হাউজে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধরন সম্পাদক পদ প্রার্থীদের সাথে কথা বলে কমিটি ঘোষনা করার কথা থাকলেও নানান কারন দেখিয়ে তা আর হয়ে উঠে নি। এরপর জেলা শহরের হাজী পাড়ায় এলাকায় জেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি,সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের বাস ভবনে প্রায় দু-ঘন্টা ব্যাপী রুদ্ধদার বৈঠক করার পর জেলা কমিটি ঘোষনা না দিয়েই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় র্শীষ নেতৃবৃন্ধ সুনামগঞ্জ ত্যাগ করেন। তবে একাধিক সুত্রে জানাযায়,কমিটি নিয়ে সুনামগঞ্জের আ,লীগের একাধিক পক্ষ-বিপক্ষ থাকার কারনে কমিটি ঘোষনা করা হয় নি। কেন্দ্র থেকেই কমিটি ঘোষনা করা হবে। জেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি,সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,আশা করি সুনামগঞ্জের জন্য ছাত্রলীগের একটি সুন্দর কমিটি উপহার দিবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাক। এদিকে জেলার ১১টি উপজেলার কমিটি ঘোষনা করা হয়। এনিয়ে তুমুল আলোচনা সমালোচনা ঝড় উঠেছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here