সুনামগঞ্জের তাহিরপুরে রাজস্ব ফাঁকি দিয়ে ২হাজার টন পাথর ও কয়লা পাঁচারের অভিযোগ

0
210

খবর৭১ঃসুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও বালিয়াঘাট
সীমান্তের ২টি ছড়া দিয়ে আজ বুধবার (২৬.০৯.১৮ইং) ভোর ৫টা
থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ২ হাজার মে.টন পাথর ও
১০০মে.টন কয়লা পাঁচার করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায় ১ ট্রলি পাথর থেকে বালিয়াঘাট
ও টেকেরঘাট বিজিবি ক্যাম্পের নামে ১৪০টাকা,১ বস্তা
(৫০কেজি) কয়লা থেকে ১শত টাকা,নায়েক সাব্বিরের নামে কয়লা ও
পাথর থেকে ৮০টাকা,টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমামের নামে ১ট্রলি পাথর থেকে ৫০টাকা,১ বস্তা কয়লা থেকে
৩০টাকা,সাংবাদিকদের নাম ভাংগিয়ে আব্দুর রাজ্জাক ১ট্রলি পাথর
থেকে ১০০টাকা,১বস্তা কয়লা থেকে ৫০টাকা চাঁদা নিয়ে
বিজিবি সোর্স পরিচয়ধারী দুধের আউটা গ্রামের জিয়াউর
রহমান জিয়া ও তার সহযোগী লাকমা গ্রামের ইদ্রিস আলী,বড়ছড়া
গ্রামের ইসাক মিয়া,লাকমা গ্রামের শফি মেস্তুরীর ছেলে ল্যাংড়া
বাবুল,আব্দুল হাকিম ভান্ডারী,তিতু মিয়া,কালাম মিয়াগং
লাকমাছড়া ও টেকেরঘাট ছড়া দিয়ে ভারত থেকে ১০০মে.টন কয়লা ও
২হাজার মে.টন পাথর পাচাঁর করে। তার মধ্যে পাচাঁরকৃত কয়লা
পুটিয়া গ্রাম হয়ে নৌকা দিয়ে পার্শ্ববর্তী বিন্দারবন্দ
গ্রামের নিয়ে মজুত করে এবং পাচাঁরকৃত পাথর ট্রলি দিয়ে
লালঘাট ও ড্রাম্পের বাজার নিয়ে নৌকা বোঝাই করা হয়।
অপরদিকে লালঘাট গ্রামের চোরাচালান কালাম মিয়া,জানু মিয়া,
বাবুল মিয়াগং প্রতিরাতে অবাধে কয়লা ও বিভিন্ন প্রকার
মাদকদ্রব্য পাচাঁর করছে এবং তারা নিজেরা মাদক সেবন করে
এলাকাবাসীকে উত্যক্ত করছে। সেই সাথে বালিয়াঘাট বিজিবি
ক্যাম্পের সামনে অবস্থিত দুধের আউটা,টেকেরঘাট বিজিবি ও
পলিশ ক্যাম্পের পাশে অবস্থিত লাকমা,বড়ছড়া ও লালঘাট গ্রামে
বিজিবি সোর্স পরিচয়ধারীরা প্রকাশে মাদকদ্রব্য বিক্রি করছে।

খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here