সিরিয়া থেকে এ পর্যন্ত প্রায় ৩৫ লাখ শরণার্থী তুরস্কে আশ্রয়

0
257

খবর৭১:সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থীরা নিজ দেশে ফেরার বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাহায্যের কথা বলেছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে এ পর্যন্ত প্রায় ৩৫ লাখ শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কুর্দি ও আরব শরণার্থীরা তুরস্কের সাহায্যে নিজ দেশে ফেরারও স্বপ্ন দেখছেন। তারা তুরস্কের প্রশংসা করে বলছে, সন্ত্রাসীরা তাদের থাকার জায়গা দখল করে নেয়ার পর তুরস্ক আশ্রয় দিয়েছে।
খবরে বেশ কিছু শরণার্থীর মতামত নেয়া হয়েছে। আহমেদ সুলাইমান এক শরণার্থী বলেন, সন্ত্রাসীরা আমার বাড়ি ধ্বংস করে দিয়েছে। আমি আমার এলাকা সন্ত্রাসীমুক্ত দেখতে চাই। তুরস্ক আমার এলাকা সন্ত্রাসমুক্ত করে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পারে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here