সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

0
357

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ১৭ই মার্চ পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই ছিলেন দুরন্ত, সাহসী এবং প্রতিবাদী। অন্যায়কে কখনোই তিনি প্রশ্রয় দিতেন না। তিনি ছিলেন একাধারে সাহসী, নি:স্বার্থ, মানবতাবাদী, অসাম্প্রদায়ীক, উদার ও জাতীয়তাবাদী। জাতির জনকের সাহসিকতার উপর ভর করেই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। বিবিসির জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে চিহ্নিত করা হয়। এরকম মহান মানুষের জন্মদিন পুরো জাতির জন্যই গৌরবের ও আনন্দের। ২০১১ সাল থেকে বাংলাদেশে এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে। সারা দেশে জেলা ও উপজেলা সদরে দিবসটি উপলক্ষে শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। তারই ধারাবাহিকতায় বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ভিতর ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন। এর পর আনন্দ র‌্যালির আয়োজন করা হয়, বেলকুচির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা মিলনায়তন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা জাতীয় এই দিবসের গুরুত্ব এবং বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শের অনুধাবন করে সামনে আরও জাতি গঠনের জন্য কাজ করার আহব্বান জানান। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, বেলকচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক ফজলুল হক সরকার, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here