সিরাজগঞ্জের বেলকুচিতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
319
All-focus

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুদের সুরক্ষায় দেশব্যাপী “চাইল্ড হেল্পলাইন ১০৯৮” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিশু নির্যাতন, শিশু পাচার, বাল্যবিবাহ ইভটিজিং রোধ কল্পে এবং শিশুদের আইনি সহায়তা দিতে ১০৯৮ হেল্পলাইন সব সময় সাহায্য করবে।

সোমবার দিনব্যাপী ইউনিসেফের সহায়তায় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা সভা কক্ষে ” চাইল্ড হেল্পলাইন ১০৯৮ ” বিষয়ক কর্মশালা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপলক্ষে আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে ও এনজিও ফোরামের সমন্বয়কারী আহব্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি পৌরসভার মেয়র বেগম আশানুর বিশ্বাস, জেলা সমাজসেবা কর্যালয়ের উপ-পরিচালক মতিয়ার রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেল হোসেন, বেসরকারি এনজিও ভার্কের উপজেলা সমন্বয়কারী আবু তালেব, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সমেশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আকন্দ, ধুকুরিয়াবেড়া শিশু ফোরামের সভাপতি শেফালী খাতুন প্রমুখ। এ সময় বেলকুচি সদর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লাসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজ সেবক গণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here