সিইসি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন: মাহবুব তালুকদার

0
356

খবর৭১ঃপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদা একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব তালুকদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা মঙ্গলবার রাঙ্গামাটিতে বলেছেন ‘নিবার্চনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’, সে কথা আমি মিথ্যা বলেছি। আমি তার এ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি।

কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন।

নির্বাচন কমিশনার বলেন,সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত সোমবার বলেছিলাম-নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি-আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই?
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here