সালাহ নয়, গোল্ডেন সু উঠছে মেসির হাতেই!

0
290

খবর ৭১ঃ লা লিগায় ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ১ গোল করে এ বিশাল জয়যজ্ঞে শামিল হয়েছেন লিওনেল মেসি। তাতে চলতি মৌসুমে লিগে ছোট ম্যাজিসিয়ানের গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪-এ।

এর পর থেকেই গুঞ্জন চাউর হয়েছে, মেসির হাতেই ফের উঠছে ইউরোপিয়ান গোল্ডেন সু। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বোচ্চ গোল স্কোরার এ পুরস্কার পান।

কদিন আগেও এ পুরস্কারের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলে স্বপ্নের অভিষেক মৌসুম কাটাচ্ছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ৩১ গোল। মূলত শেষ কটি ম্যাচে ফ্লপ করায় এ রেস থেকে ছিটকে গিয়েছেন মিসরীয় রাজা।

অকল্পনীয়, অভাবনীয় কিছু করে দেখাতে না পারলে এ পুরস্কার যে সালাহপাবেন না-তা নিশ্চিত করেই বলা যায়। কারণ মৌসুমে এ লিগে তার ম্যাচ খেলার সুযোগ আছে মাত্র একটি।

অন্যদিকে এখনও দুই ম্যাচে খেলার সুযোগ আছে মেসির। এখন যে ছন্দে আছেন, তাতে লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও গোল পেতে পারেন তিনি। তা বাস্তবে ফললে আবারও ইউরোপের ব্যক্তিগত সেরার পুরস্কারটি তার হাতেই দেখছেন ফুটবলবোদ্ধারা।

যদি জিতে যান তা হলে পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সু জিতবেন আর্জেন্টাইন সুপারস্টার।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here