সালতা-নাছিরপুর খালের সংযোগ স্লুইচ গেটে ভয়াবহ ভাঙ্গন: আতংকে এলাকাবাসী

0
265

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার বিস্তীর্ণ জনপদের পানি নিষ্কাশনের একমাত্র অবলম্বন নাছিরপুর খাল-সালতা নদীর সংযোগ স্লুইচ গেটটি বড় ধরণের ভাঙ্গনের মুখে পড়েছে। চলতি মৌসুমের জোয়ারের পানির প্রবল চাপে যেকোন সময় গেটটি ভেঙ্গে সালতার পানিতে প্লাবিত হতে পারে। উপজেলার রেজাকপুর, কাশিমনগর, রামনগর, প্রতাপকাটি, হাউলী, তালতলা, গোয়ালবাথান, কানাইডাঙ্গাসহ হরিঢালী এলাকার জলাবদ্ধতা দূরীকরণে নাছিরপুর খাস খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কপোতাক্ষের অকাল মৃত্যুতে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জনপদের পানি নিষ্কাশনের একমাত্র ভরসা সালতা নদী। তবে দীর্ঘ দিন যাবৎ তদারকি না থাকায় খালটির সংযোগ স্লুইচ গেটটিতে ফাঁটল ও ভাঙ্গন দেখা দেওয়ায় চরম আতংকে দিনাতিপাত করছেন জনপদের লাখ লাখ মানুষ। তাদের আশংকা,জোয়ারের পানির চাপে যেকোন সময় গেটটি ভেঙ্গে বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষতিসাধন হতে পারে। ভেসে যাবে শ’শ’ চিংড়ি ঘের,পুকুর,নষ্ট হবে ফসলের ক্ষেত,ধ্বসে পড়তে পারে বহু কাঁচা ঘর-বাড়ি। এতে এলাকার সাধারণ মানুষের জীবন-জীবিকার উপরও নেতি বাচক প্রভাব পড়বে।
এলাকাবাসী এব্যাপারে তালতলা স্লুইচ গেটটি দ্রুত সংষ্কার দাবি করে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here