সাংবাদিক লাঞ্ছিত উলিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
356

সহিদুল আলম বাবুল উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাছরাঙ্গা টিভি’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি পরিমল মজুমদারকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার উলিপুর উপজেলা সদরের বড় মসজিদ চৌরাস্তা মোড়ে সকাল ১১টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কমিউনিষ্ট পাটি উপজেলা শাখার সভাপতি কমরেড দেলওয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক তৈয়বুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি পরিমল মজুমদার, মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, মোমিনুল ইসলাম। সমাপনি বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল। বক্তারা পরিমল মজুমদারকে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যাক্তির শাস্তি দাবি করেন। উল্লেখ্য যে, গত ১২ মে সাবেক মন্ত্রী ও জাতীয় পাটির সংসদ সদস্য মরহুম একেএম মাঈদুল ইসলামের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে উলিপুরে নিয়ে আসার পর হেলিপ্যাডে মরদেহ নামানোর সময় পেশাগত দায়িত্ব পালনকালে মরহুমের সহোদর জেলা বিএনপি’র সভাপতি তাসভির উল ইসলাম এর পুত্র সামিদ কাশেম প্রকাশ্যে জেলা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পরিমল মজুমদারকে লাঞ্ছিত করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here