‘সরকার পরিবর্তনে উন্নয়ন কাজ থেমে যাবে’

0
232

খবর ৭১ঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে সরকার পরিবর্তন হলে উন্নয়ন কাজ থেমে যাবে। পরবর্তী সরকার এসে বাতিল করে দেবে।
পদ্মাসেতু-মেট্রোরেলের মতো মেগাপ্রকল্প আমরা হাতে নিয়েছি। এই কারণে মেগাপ্রকল্প বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার।
রবিবার রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সব খাতেই বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। দেশে এখন বিদ্যুৎ ঘাটতি নেই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কর্মসংস্থানও বাড়বে। তিনি বলেন, উন্নত বিশ্বে সরকার পরিবর্তন হলেও প্রকল্প বাস্তবায়ন থেমে থাকে না। এক সরকারের কাজ অন্য সরকার ভালোভাবে বাস্তবায়ন করে। কিন্তু আমাদের দেশে এর উল্টো হয়ে থাকে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here