সরকারের উদাসীনতায় সাগরের গ্যাস হারাচ্ছে বাংলাদেশ

0
296

খবর৭: সরকারের উদাসীনতায় সাগরে থাকা বাংলাদেশের গ্যাস অন্য দিকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

শুক্রবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে নাগরিক সমাজের আয়োজনে ভোক্তার স্বার্থ উপযোগী পরিবেশবান্ধব এলএনজি ও এলপিজির যৌক্তিক মূল্য নির্ধারণের দাবিতে নাগরিক সভায় তারা এ দাবি করেন।

সভায় সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বর্তমান মাহাজনরা (এলজি গ্যাস বিক্রেতা) ব্যবসায়ীদের মতো আচরণ করছে। বছরে ২ বার গ্যাসের দামবৃদ্ধি করছে। আবাসিক, পরিবহন ও শিল্প যে স্থানে দাম বাড়ুক তা সাধারণ মানুষের কাঁধে চাপছে। সরকার কিছু গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। উন্নয়নের নামে পরিবেশ নষ্ট করছে। জনগণ টেকসই উন্নয়ন চায়। পাশাপাশি পরিবেশ রক্ষা করতে চায়। আর সরকার এসবের ধারে কাছে নেই।’

সভায় নগর পরিকল্পনাবীদ স্থাপতি মোবাশ্বর হোসেন বলেন, ‘সাধারণ মানুষের ব্যবহারের গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। সাগর জয় করে সরকার নানা উৎসব করছে কিন্তু সাগর থেকে গ্যাস উত্তোলনের দিকে তাদের নজর নেই।’

তিনি বলেন, ‘ভারত ও মিয়ানমার সাগর থেকে গ্যাস উত্তোলন করছে। কিন্তু বাংলাদেশ এখনো শুরু করতে পারে নাই। ফলে বাংলাদেশের গ্যাস ভারত ও মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। এসব দিকে কেন সরকারের নজর নেই’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইসলাম বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি ও পরিবেশ দূষণ নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে। সরকার এক সময় বলছে দেশ গ্যাসের উপরে ভাসছে। আবার একই মুখে বলছে গ্যাস শেষের দিকে। মূলত নিজেদের স্বার্থে সরকার এমন বিভ্রান্ত ছড়াচ্ছে।’

নাগরিক কমিটির পক্ষে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, জ্বালনি বিশেষজ্ঞ এম শামসুল আলম, কমিউনিটি পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here