‘সময় চাওয়া’য় ছাত্রকে পিটুনি, শিক্ষক কারাগারে

0
305

খবর ৭১: কুমিল্লার হোমনায় ভিক্টর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে পেটানোর দায়ে শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার অভিযুক্ত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আহত ছাত্রের নাম আরাফাত হোসেন। সে উপজেলার শ্রীপুর গ্রামের মো. নূরন্নবীর ছেলে। আরাফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. আমিনুল ইসলাম রিপন। তিনি ওই স্কুলের একজন খণ্ডকালীন শিক্ষক। আমিনুলের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দকুড়া গ্রামে।
আহত ছাত্রের বাবা মো. নূরন্নবী জানান, গত মঙ্গলবার অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম রিপন ক্লাস চলাকালে এক ছাত্রকে দিয়ে ব্ল্যাকবোর্ডে একটি ইংরেজি প্যারাগ্রাফ লিখে শিক্ষার্থীদের তা খাতায় লিখতে বলেন। প্যারাগ্রাফ খাতায় লেখার জন্য আরাফাত হোসেন একটু সময় বেশি চায়। তাতেই শিক্ষক ক্ষেপে গিয়ে তাকে পেটান। এতে আরাফত আহত হলে অন্য শিক্ষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে রাতে নিজে বাদি হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন বলে জানান নূরন্নবী।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, ‘আমরা অভিযুক্ত আমিনুল ইসলাম রিপনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে মৌখিকভাবে ক্লাসের অনুমতি দিয়েছিলাম। বিবেচনাধীন ছিল সে। এ ঘটনায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রটিকে চিকিৎসার ব্যবস্থা করেছি।’
হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক বলেন,‘ঘটনা জানতে পেরে অভিযুক্ত শিক্ষককে আমরা আটক করি। ওই দিনই ছাত্রের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আজ বুধবার আমিনুলকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here