সমাজ গড়ার শপথে শেষ হলো মুক্তির উৎসব

0
374

খবর৭১:বিজ্ঞানমনস্ক এক মানবিক সমাজ গড়ার শপথে শেষ হলো এবারের মুক্তির উৎসব। মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা বিষয়ক কর্মসূচির অংশ হিসেবেই প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় মুক্তির উৎসব।

শুক্রবার ‘আমরা গড়ব বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ’ প্রতিপাদ্য নিয়ে এই মুক্তির উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেয় এই উৎসবে।

আয়োজকরা জানান, পূর্বপুরুষদের ইতিহাস জানানোর মাধ্যমে অসাম্প্রদায়িক এক জাতি গঠনই এ আয়োজনের উদ্দেশ্য। যেখানে, গুণীজনরা আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান ভবিষ্যৎ নেতৃত্বকে।

গান, কবিতা আর নৃত্যে তুলে ধরা হয় ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ আবহমান বাংলাকে। প্রশ্নফাঁসসহ একবিংশ শতকের নানা চ্যালেঞ্জের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেন গুণীজনেরা।

অনুষ্ঠানে অংশ নেয় মুক্তিযোদ্ধা, শিল্পী-সাহিত্যিক এবং শহীদ পরিবারের সদস্যরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here