সবাইকে টপকে যাচ্ছে তুরস্ক!

0
198

খবর৭১ঃ পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করে সবাইকে টপকে যাচ্ছে তুরস্ক। ইস্তাম্বুলের কৃষ্ণসাগরের তীরে নতুন এ বিমানবন্দর তৈরি করা হচ্ছে। এ বন্দর নির্মাণের মাধ্যমে তুরস্কের অটোমান রাজকীয় ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বের সর্ববৃহৎ এ বিমানবন্দর তৈরি করতে তুরস্কের খরচ করতে হচ্ছে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ কোটি টাকা।

এ বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) মানুষের যাতায়াত করতে পারবে। নির্মাণ করা হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।

বিমানবন্দরটি নির্মাণের প্রথাম ধাপ আগামী অক্টোবর মাসে উন্মুক্ত করা হবে। অনেক অর্থনীতিবিদ মনে করেন যে, বিমানবন্দরটি যাত্রী প্রবাহের চাইতেও মহৎ হিসেবে প্রমাণিত হবে যদি জনসাধারণের অর্থের ব্যয় হ্রাস পায়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here