সদরঘাটে নৌকাডুবিতে একই পরিবারের ছয়জন নিখোঁজ

0
333

খবর ৭১ঃ ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া লঞ্চটির পাখার আঘাতে দুই পা বিচ্ছিন্ন হওয়া পরিবারের অপর এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ মার্চ) সাড়ে দশটার দিকে কামরাঙ্গিরচর থেকে শাহজালাল তার পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌছলে সুরভী-৭ লঞ্চের পিছন দিকের ধাক্কায় তাদেরকে বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পিছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশে থাকা নৌ পুলিশের একটি টহল টিম শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়।
নিখোঁজ সদস্যরা হলেন শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের দুই মেয়ে মীম ও মাহি। নিখোঁজ অন্যরা হলেন শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু সন্তান। লঞ্চডুবির ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here