সংসদে শিক্ষকদের নববর্ষ ভাতা ও ইনক্রিমেন্ট নিয়ে কথা বলব- অাব্দুর রহমান এমপি

0
379

সালেহীন সোয়াদ সাম্মী,ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন
সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ
সদস্য মো.আব্দুর রহমান বলেছেন, আগামী
সংসদে বেসরকারী শিক্ষকদের নববর্ষ
ভাতা ও ৫% ইনক্রিমেন্ট নিয়ে কথা বলব। যে
বিষয়টিতে শুধু মধুখালী উপজেলার
শিক্ষকদের নিয়ে নয়, বাংলাদেশের সকল
শিক্ষকদের বিষয় জড়িত থাকবে।
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
প্রধানমন্ত্রী নিজেই শিক্ষকদের বিষয়ে
ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। এ সরকারের
আমলেই রেজিঃ বেসরকারী স্কুলগুলো
জাতীয়করন করা হয়েছে। শিক্ষকগণ জাতী
গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও
বেসরকারী শিক্ষকদের নিয়ে তেমন কোন
চিন্তা করেনি, একমাত্র আওয়ামীলীগ সরকারই
বেসরকারী শিক্ষকদের শতভাগ
বেতনভাতাদি সরকারী কোষাগার হতে দিতে
সক্ষম হয়েছে।
শনিবার দুপুরে মধুখালী উপজেলার মথুরাপুর
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মধুখালী
মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের
বার্ষিক সমাবেশে প্রধান অতিথির
বক্তব্যে এম.পি মো. আব্দুর রহমান উপরোক্ত
কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ গুহ’র
সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি
মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক
মো. রেজাউল হক বকু, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল
হাসান।
সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান
শিক্ষক আলী আকবর, বলাই চন্দ্র
দাস, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সুকুমার চক্রবর্তী, বাগাট
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী
মোল্যা প্রমুখ।
সমাবেশে মো. নাজির হোসেন মৃধাকে
সভাপতি রজব আলী মোল্যাকে সাধারন
সম্পাদক
ও কবিরুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে
২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here