সংশোধিত এডিপির আকার ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা

0
239

খবর৭১ঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া স্বায়ত্বশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ৬২০ কোটি টাকার ব্যয় সম্বলিত সংশোধিত এডিপিও অনুমোদন করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, সংশোধিত এডিপিতে দারিদ্র্য বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহকে অগ্রাধিকার বিবেচনায় রেখে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ প্রদানের ক্ষেত্রে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইসিটি’র উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহায়ক প্রকল্প, সুষম উন্নয়নের লক্ষ্যে এলাকাভিত্তিক প্রকল্প ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) বাস্তবায়িত নতুন প্রকল্পসমূহকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত সংশোধিত এডিপির ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ১৪ হাজার কোটি টাকা, প্রকল্প সহায়তা ৫১ হাজার কোটি টাকা এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৯ হাজার ৬২০ কোটি টাকা। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৯৬০ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা ৬৬০ কোটি টাকা।

১ হাজার ৯১৬টি প্রকল্পের উন্নয়ন সহায়তাসহ সংশোধিত এডিপি’র সর্বমোট আকার দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬২০ কোটি টাকা প্রায়।

চলতি অর্থবছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ ছিল ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। যার মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ১৩ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তা ৬০ হাজার কোটি টাকা।

সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা: আজকের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৬টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৬২৯টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৫৪টি এবং জেডিসিএফ অর্থায়িত প্রকল্প ২টি এবং স্বায়ত্বশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১৩১টি প্রকল্প।

২০১৮-১৯ অর্থবছরে মূল এডিপিতে মোট প্রকল্প ছিল ১ হাজার ৪৫১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২২৭টি, কারিগরি প্রকল্প ১১৭টি এবং জেডিসিএফ অর্থায়িত প্রকল্প ২টি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০৫টি প্রকল্প।

বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত নতুন প্রকল্প ৯৮৫টি, বৈদেশিক ঋণপ্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প ২৫৬টি, পিপিপি প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে ৩৭টি, যা মূল এডিপিতে ছিল ৭৮টি।

সংশোধিত এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৩২৮টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ১৭টি।

মূল এডিপিতে ৪৪৬টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত ছিল। যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ৪৩০টি ও কারিগরি সহায়তা প্রকল্প ১৬টি।

২০১৮-১৯ অর্থবছরের মূল এডিপি বরাদ্দের জুলাই, ২০১৮ হতে ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৭০ হাজার ৭৭২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৩৯ দশমিক ১৩ ভাগ। একই সময়ে গত বছর ব্যয় হয়েছিল ৬২ হাজার ৩৭২ কোটি টাকা, যা ওই অর্থবছরের (২০১৭-১৮) মোট বরাদ্দের ৩৮ দশমিক শূণ্য ১ ভাগ ছিল। কাজেই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে এ অর্থ বছরের প্রথম আট মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ হাজার ৪০০ (১ দশমিক ১২ শতাংশ ) কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here