শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় শহরের বাসিন্দাদের মধ্যে পানিতে বিষ আতঙ্ক

0
271

খবর৭১: শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলায় ব্যাপক হতাহতের পর দেশটির বেশ কয়েটি শহরের বাসিন্দাদের মধ্যে পানিতে বিষ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটার পর একটা লাশ গণনার মধ্যেই নানা গুজবের নগরীতে পরিণত হয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো।

সোমবার এমনই এ গুজব ছড়িয়ে পড়ে, নগরীর বিভিন্ন স্থাপনার পানির লাইনে বিষ মিশিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এরপরই আতঙ্ক দেখা দেয়।

এরপর সরকারের তরফ থেকে সকালে তুলে নেয়া কারফিউ ফের জারির ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণায় সোমবার রাত ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত দেশজুড়ে সতর্কতামূলক কারফিউ বলবৎ থাকবে বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এদিকে, পুলিশ পানির লাইনে বিষ মিশিয়ে দেয়া বিষয়ে অনলাইনে ছড়িয়ে পড়া গুজবকে নাকচ করে দিয়েছে।

এর আগে কেলানিয়া, কিরিবাথগোলা ও জা-এলার পানি সরবরাহ লাইনে সন্ত্রাসীরা বিষ মিশিয়ে দিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

পুলিশ বলেছে, এসব সম্পূর্ণ ভিত্তিহীন। সবকিছু স্বাভাবিক রয়েছে।

গতকাল রোববার সকালে ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, চারটি হোটেলসহ অন্তত আটটি স্থানে সিরিজ বোমা হামলা হয়। হামলায় এখন পর্যন্ত ৩৬ বিদেশিসহ ২৯০ জন নিহত ও ৫০০ আহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে।

হামলার পর গুজব বন্ধে সরকার দেশটিতে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়। এরপর রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here