শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী

0
206

খবর৭১:শ্রীলংকার রাজনৈতিক সংকট যেন কাটছেই না। এবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ক্ষমতার সংকট তৈরি হয়েছে।

পার্লামেন্টে তারই নিয়োগ দেয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অনাস্থা ভোটে ভরাডুবি করেছেন রনিল বিক্রমাসিংহে।
অনাস্থা ভোটের ২৪ ঘণ্টা না পেরোতেই আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কলম্বোয় ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) বিক্ষোভ সমাবেশে এ ডাক দেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে।

আগাম জাতীয় নির্বাচনেরও ডাক দিয়েছিলেন সিরিসেনা। এদিন সকালে ‘প্রধানমন্ত্রী পদ’ নিয়ে পার্লামেন্টের ভেতরে হাতাহাতি, ফাইল চালাচালিতে জড়িয়ে পড়েন রাজাপাকসে ও বিক্রমাসিংহে দলের এমপিরা। এতে আহত হয়েছেন কয়েকজন। এক এমপিকে হাসপাতালে পাঠানো হয়েছে। লজ্জাজনক এ পরিস্থিতিতে ২১ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন স্পিকার কারু জয়াসুরিয়া।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here