শ্রীলংকার লিড ২০০

0
523

খবর ৭১:৯ উইকেটে ৭১৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করল শ্রীলংকা। এতে অতিথিদের লিড দাঁড়িয়েছে ২০০। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসেএর চেয়ে বেশি রান আছে কেবল একটি।২০১৪ সালেঢাকা টেস্টে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিল লংকানরাই।

৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে শ্রীলংকা। রোশেনসিলভা ৮৭ ও দিনেশ চান্দিমাল ৩৭ রান নিয়ে খেলা শুরু করেন। সকালেই সেঞ্চুরি তুলে নেন সিলভা। ২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চিুরি। দলীয় ৫৫০ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন তিনি।ফেরার আগে খেলেন ৬ চার ও ১ ছক্কায় ১০৯ রানের নান্দনিক ইনিংস।

পরে নিরোশান ডিকভেলার সঙ্গে দারুণ জুটি গড়েন চান্দিমাল। তাদের ব্যাটে রানের চাকা সচল থাকে লংকানদের। এতে প্রথম সেশন শেষে নিজেদের কক্ষপথেই থাকে তারা। সিলভার পর সেঞ্চুরির পথে হাঁটছিলেন চান্দিমালও (৮৭)। তবে পারেননি লংকান অধিনায়ক। লাঞ্চের পরই তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন তিনি।

আগের সতীর্থদের দেখানো পথেই যাচ্ছিলেন ডিকভেলা। তার ভেলায় চড়ে এগিয়ে যাচ্ছিল শ্রীলংকা। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের যাত্রা থামান মিরাজ। তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন তিনি। ফেরার আগে খেলেন ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

এর পরভালোই খেলছিলেন দিলরুয়ান পেরেরা। লোয়ার অর্ডারে নেমেও দারুণ ব্যাট করছিলেন তিনি।তবে ভালো খেলতে খেলতে হঠাৎই হার মানেন এ অলরাউন্ডার।দলীয় ৬৮৭ রানের সানজামুল ইসলামের শিকার হন দিলরুয়ান।এটি বাঁহাতি স্পিনারের টেস্ট ক্যারিয়ারে অভিষেক উইকেট।

৭ উইকেটে ৭০৫ রান নিয়ে চা-বিরতিতে যায় শ্রীলংকা। বিরতির পর টানা দুই ওভারে সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম।এতে স্কোর ৭১৩/৯ দাঁড়ালে ইনিংস ঘোষণা করেন লংকান অধিনায়ক চান্দিমাল।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৪টি ও মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here