শৈত্যপ্রবাহ কিছু স্থানে কমবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে

0
281

খবর৭১:মাদারীপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগে বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বয়ে চলা এ শৈত্যপ্রবাহ কিছু স্থানে কমবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৬.৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here