শেষ বলে জয় অস্ট্রেলিয়ার

0
345

খবর৭১ঃকী ম্যাচটাই না হল কাল বিশাখাপত্তমে। এককথায় লো-স্কোরিং থ্রিলার। মাত্র ১২৭ তাড়া করতে নেমেই হারতে বসেছিল অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর প্রথম নৈশ টি ২০ শেষতক গিয়ে ঠেকল শেষ বলে।

প্যাট কামিন্স সমাধা করলেন কাজটুকু। ভারত ঘাম ছুটিয়ে দিয়েছিল অসিদের। ১৬ রানে তিন উইকেট নিয়ে বুমরাহ স্বপ্ন দেখিয়েছিলেন স্বাগতিকদের। ম্যাচের শেষ বলে প্রয়োজনীয় দুই রান নিয়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে জিতিয়ে দিলেন কামিন্স।

তার আগের বলে চার মেরে কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিলেন। ভারত ১২৬/৭। ২৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা নাথান কোল্টার-নাইল। লোকেশ রাহুলের ৩৬ বলে ৫০ বিফলে। গ্লেন ম্যাক্সওয়েলের ফিফটি (৪৩ বলে ৫৬) কাজে লেগেছে অস্ট্রেলিয়ার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১২৬/৭, ২০ ওভারে

(লোকেশ রাহুল ৫০, বিরাট কোহলি ২৪, এমএস ধোনি ২৯*। নাথান কোল্টার-নাইল ৩/২৬)।

অস্ট্রেলিয়া ১২৭/৭, ২০ ওভারে (ডি’আর্চি শর্ট ৩৭, গ্লেন ম্যাক্সওয়েল ৫৬, হ্যান্ডসকম্ব ১৩, কামিন্স ৭*, রিচার্ডসন ৭*। বুমরাহ ৩/১৬)।

ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : নাথান

কোল্টার-নাইল (অস্ট্রেলিয়া)।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here