শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে -মূখ্য সচিব নজিবুর রহমান

0
324

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্য সচিব নজিবুর রহমান বলেছেন স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। অনেক দেশের মানুষ স্বাধীন না থাকায় তারা সমাজে কখনও মাথা উঁচু করে চলতে পারেনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করায় দেশবাসি এখন স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তিনি বলেন, যিনি স্বাধীনতা দিয়ে গেছেন তার সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন-রাত দেশের উন্নয়নের জন্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি দেশের মানুষের কল্যাণে শুধু দেশে নয়, বিদেশের সাথে ভ্রাতৃত্ব বন্ধন ও বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ২০৪১সালে এদেশ একটি সূখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। শুক্রবার ২৭.০৪.২০১৮ ছাতকে র ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি সামছুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও আমিরুল হক বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হিফজুর রহমান মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছোটবেলায় স্মৃতিচারণ করে বলেন, এ স্কুলে শৈশবকালে লেখা পড়ার মান ছিল অত্যন্ত অনুন্নত। সেই শৈশবের কথা এখনো মনে আছে। ছোটবেলা যেস্কুলে পড়েছি সেই স্কুলে আজ বক্তব্য দিতে পেরে আজ নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। তিনি এ স্কুলের শিক্ষার্থীদের আগামি প্রজন্মের নেতৃত্ব দেয়ার জন্যে নিজেকে গড়ে তোলার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মূখ্য সচিবের সহধর্মিনী নাজমা রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সূপার বরকত উল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি পুলিশ সূপার দোলন মিয়া, এসিল্যান্ড সোনিয়া সূলতানা, ওসি আতিকুর রহমান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, শায়খ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আকিক হোসাইন, হাজি হেলাল উদ্দিন, হাজি ইছাক আলী, হাজি ফারুক মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সৈয়দ আহমদ, মুরাদ আহমদ, হাজি জহির আহমদ, হাজি জয়নাল আবেদীন, ফজলুর রহমান, হাফেজ মঈন উদ্দিন, হাজি বদরুল, মকবুল হোসেন, নঈম উদ্দিন, হাজি দুদু মিয়া, হাজি আসিদ আলী, কফিল উদ্দিন, রায়হান উদ্দিন, হাজি নাজিমি ্দ্দন, বাবুল মিয়া মেম্বার, হাজি এখলাছুর রহমান, হাজি রশিদ আহমদ মাসুক, মাওলানা ইমদাদুল হক, হাজি লিলু মিয়া, হাজি আবুল হাসান, হাজি মাসুক মিয়া, ফজলে করিম লিলু, হাজি তৈয়বুর রহমান, শিক্ষক ফয়ছল আহমদ, রেজ্জাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল গণি, গনেশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগম, শিক্ষক দোলন তরফদার প্রমূখ। সভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন আনোয়ার হোসেন। সভায় গনেশপুর-নোয়াগাঁও মাদরাসা, মেহেরুন নেছা একাডেমী ও গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২জন গরিব মেধাবি ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান করা হয়। এসময় মূখ্য সচিবের কাছে স্কুলের বাউন্ডারী দেয়াল ও এলাকার যাতায়াত সমস্যার সমাধানের প্রস্তাব করা হয়। এদিকে মূখ্য সচিব নবনির্মিত ছাতক পৌরভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বুড়াইরগাঁও কমিউনিটি কিনিক ও বুড়াইরগাঁও গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগি, মিডিয়াও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ে মিলিত হন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here