শেখ হাসিনার অবদানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে–ইঞ্জিনিয়ার মোশাররফ

0
472

 

মিরসরাই প্রতিনিধি ::

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তাই বিএনপি-জামায়াত লজ্জায় ভোট কেন্দ্রে আসতে পারবে না। আওয়ামী লীগ যেসব উন্নয়ন করছে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে তা বন্ধ করে দেবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ আয়োজিত সুবিধাভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জয়পুর পূর্বজোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুবিধাভোগী সমাবেশের সভাপতিত্ব করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্ল্যাহ’র সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য ডা. মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক স্বপন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি কালা চাঁদ চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন, করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলী আহসান, ইউনিয়ন পরিষদের সদস্য মহি উদ্দিন, আজাদ উদ্দিন, মোহাম্মদ শফি, পেয়ার আহম্মদ মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যাহ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

সমাবেশে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বর্তমানে দেওয়া ভাতার পরিমাণ তিনগুন করা হবে। শেখ হাসিনার অবদানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আওয়ামী লীগ সরকার পুণরায় ক্ষমতায় আসলে ৬৫ বছরের সকল নাগরিককে ভাতা দেওয়া হবে। যা উন্নত দেশে রয়েছে। ভবিষ্যতে কেউ বিদ্যুৎ ছাড়া থাকবে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

সমাবেশে করেরহাট ইউনিয়নের ২ হাজার ৩৩ জন সুবিধাভোগীসহ করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিনের কেক কাটেন মন্ত্রী।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here