শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে : এনামুল হক শামীম

0
507

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে পদ্মা সেতু হয়। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের সকল ধর্মের লোক শান্তিতে ও নিরাপদে থাকে। এ কারণে জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। তাই জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষ্যে বুধবার ও ুবৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভার, বিভিন্ন ইউনিয়ন, বাজার এবং সখিপুর থানার বিভিন্ন ইউনিয়ন, বাজারে গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নড়িয়ায় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা সহ-সভাপতি বাদশা শেখ, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহআলম চৌকিদার, খন্দকার আলী হোসেন, ডিএম শাহজাহান সিরাজ, শওকত হোসেন বয়াতী, গাজী জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র আবু জাফর শেখ, নড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া আক্তার, নড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মামুন মোস্তফা প্রমূখ। এছাড়াও সকালে তিনি শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) শওকত আলীর সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি নড়িয়ায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করেন। পরে সখিপুরে গনংসযোগ ও শুভেচ্ছা বিনিময়কালে তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানার সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, ভেদরগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, জিতু মিয়া বেপারী, কামরুজ্জামান মানিক সরদার, মাস্টার জসিম উদ্দিন, মুজাম্মেল হক মোল্যা, সামসুজ্জোহা রতন, ইউনুস সরকার, জেলা পরিষদের সদস্য কহিনুর সুলতানা দোলা, আনোয়ার হোসেন বালা, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ তকি, যুবলীগ নেতা খালেক খালাসী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খোকন, সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মেদ পলাশ, সাধারন সম্পাদক জনি মাঝি, সাংগঠনিক সম্পাদক সোমেল সরদার প্রমূখ। এদিকে নড়িয়া-সখিপুরের উভয় এলাকায় তাঁর সঙ্গে ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here