শেখ ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা

0
753

খবর৭১ঃ ডাকসু নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা।তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের শিক্ষার্থী। এছাড়াও তিনিঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সেক্রেটারি।

এদিকে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সারা বিনতে জামাল।ওই হলে সহসাধারণ সম্পাদক হয়েছেন সাবরিনা খাতুন।এ হলে ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দু ‘জন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম।

বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল মিলিয়ে এ নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন। সোমবার সকাল ৮টা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালটবাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here