শেখাহারে অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

0
542

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুর শেখাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ডাঃ মুসা পাঠাগারের আয়োজনে বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন কল্পে অভিভাবক সমাবেশ ও গুণীজন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শেখাহার উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক মন্টুর সভাপতিত্বে ও মুসা পাঠাগারের সদস্য সোহান আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মন, বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরকেদার ইউপি সদস্য আব্দুর রশিদ মন্ডল, প্রাক্তন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃনঃমঃ জালাল উদ্দিন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সমাজসেবক ছিদ্দিকুর আলম মামুন, অত্র বিদ্যালয়ের সদস্য মইফুল ইসলাম, প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। পরে ডাঃ মুসা পাঠাগারের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫গুণীজনকে সম্মাননা ক্রেস্ট ও ১৩জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জ্ঞানমূলক বই প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here